November 1, 2025, 4:23 am

পাহাড়ে সেনা টহলে গুলি, পাল্টা গুলিতে ৩ সন্ত্রাসী নিহত

Reporter Name 162 View
Update : Monday, August 26, 2019

নিজস্ব প্রতিবেদক | সোমবার , ২৬ আগস্ট ২০১৯:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বড়াদম ইউনয়নের গহীন এলাকায় সেনা বাহিনীর নিয়মিত টহলে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। পাল্টা গুলি চালিয়েছে সেনাবাহিনীও। সোমবার (২৬ আগস্ট) ভো এই গোলাগুলিতে তিন সন্ত্রাসী নিহত হবার খবর পাওয়া গেছে। সোমবার (২৬ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতরা হলো- জিতেন্দ্র চাকমা, নবীন চাকমা (২৫) ও রসুল চাকমা (২৭)। তারা উপজেলার কপাপুর এলাকার বাসিন্দা। নিহতরা ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’ এর রাজনৈতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনীর একটি নিয়মিত টহলদল দায়িত্বকালীন সময় অজ্ঞাত সন্ত্রাসীরা গোপন আস্তানা থেকে টহলের ওপর গুলি ছুঁড়ে। সেনাবাহিনীর সদস্যরা আত্ম রক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে বিনদচুগ এলাকায় এই তিন সন্ত্রাসীর মৃত্যু ঘটে। এই ঘটনায় এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কটি অস্ত্র উদ্ধারের বিষয়টিও নিশ্চিত করেছে আইএসপিআর।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর