November 1, 2025, 4:19 am

বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name 140 View
Update : Monday, August 26, 2019

চট্টগ্রাম | সোমবার , ২৬ আগস্ট ২০১৯:
চট্টগ্রামে ৯৬৭ বোতল ফেনসিডিলসহ মো. আবু বক্কর শাহীন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৬ আগস্ট) সকালে নগরীর জিইসি মোড় থেকে তাকে আটক করা হয়। ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয় বলে জানিয়েছে র‌্যাব। আটক আবু বক্কর শাহীন কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার আবুল হাসেমের ছেলে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার, সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জিইসি মোড় এলাকায় অভিযান চালিয়ে ৯৬৭ বোতল ফেনসিডিলসহ আবু বক্কর শাহীন নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।’ শাহীন কুমিল্লা থেকে ফেনসিডিলগুলো চট্টগ্রামে বিক্রির জন্য নিয়ে এসেছিল বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর