রাজধানীর ওয়ারী বিভাগের ডিসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক | সোমবার , ২৬ আগস্ট ২০১৯: ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইব্রাহিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রাষ্ট্রপতির পক্ষে সচিব মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ) সরকারি কর্মচারী বিধিমালা (শৃঙ্খলা ও আপীল) ২০১৮ এর ১২/১ অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি পুলিশ অধিদফতরে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। জানা যায়, গত দুই মাস আগে তিনি পুলিশের লালবাগ বিভাগ থেকে বদলি হয়ে ওয়ারী বিভাগে যোগদান করেন।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর