August 7, 2025, 3:37 pm

নজরুলের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান কাদেরের

Reporter Name 135 View
Update : Tuesday, August 27, 2019

নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দীক্ষাকে কাজে লাগিয়ে সমাজ থেকে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের মূলোৎপাটন করে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৭ আগস্ট) জাতীয় কবির ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত কবির সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘আগস্ট মাস শোকের মাস। বিবিসির জরিপে তিনজন শ্রেষ্ঠ বাঙালি মধ্যে প্রথমে রয়েছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরপর রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই তিনজন শ্রেষ্ঠ মানুষকে আমরা এই আগস্ট মাসে হারিয়েছি।’

কবির অসাম্প্রদায়িক চেতনার শিক্ষার উদাহরণ তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিদ্রোহের কবি নজরুল ইসলাম সব সময় আমাদের অসাম্প্রদায়িকতার শিক্ষা দিয়ে গেছেন। মানবতাবাদের শিক্ষা দিয়ে গেছেন। কবির প্রয়াণ দিবসে কবির সমাধির পাশে দাঁড়িয়ে আসুন আজ আমরা শপথ নিই- বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের মূল উৎপাটন করে কবির স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বোই।’

তিনি বলেন, ‘নজরুল ছিলেন একাধারে বিদ্রোহী কবি, প্রেমের কবি, যৌবনের কবি, প্রতিবাদের কবি, অগ্নিবীণার কবি। সেই কবির সমাধিতে এসেছি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে।’

জাতীয় কবির স্মৃতি সংরক্ষণের দাবি করেছে কবি পরিবার- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ক্ষমতাসীন দলের অন্যতম শীর্ষ এ নেতা বলেন, ‘জাতীয় কবি হিসেবে নজরুল ইসলাম সমাদৃত। এটা শুধু মুখের কথা নয়, এটা আমরা আমাদের বিশ্বাসে প্রতিটি কর্মে প্রমাণ করেছি। আমরা বাস্তবে কি শুধু ভাষণ দিচ্ছি? মোটেই না, আমরা সকলে বিদ্রোহী কবির চেতনাকে ধারণ করছি, তাঁকে সর্বদা সম্মানে ভূষিত করছি।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর