September 15, 2025, 11:17 am

পলাশে ৫৫ পিস বিয়ারসহ ১ জন গ্রেফতার

Reporter Name 123 View
Update : Tuesday, August 27, 2019

নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯:
নরসিংদীর পলাশে মাদক বিরোধী অভিযানে ৫৫ পিস বিয়ার উদ্ধার করেছে পুলিশ। এসময় মিয়া মোহাম্মদ তারেক (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিয়া মোহাম্মদ তারেক নরসিংদী সদর থানাধীন পশ্চিম দত্তপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
সোমবার (২৬ আগস্ট) রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর পাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে এসব বিয়ার উদ্ধার ও ওই যুবককে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাতে থানার এএসআই শাকিল আকন্দ ও এএসআই জোবায়ের উপজেলার গজারিয়া ইউনিয়নে মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে একটি অভিযান পরিচালনা করেন। এসময় ৫৫ পিস ব্ল্যাক বিয়ারসহ মিয়া মোহাম্মদ তারেককে গ্রেফতার করা হয়।
পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, গ্রেফতারকৃত তারেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর