August 31, 2025, 3:14 pm

মাধবদীতে ১৪৪ পিস বিয়ারসহ তিনজন আটক, প্রেস স্টিকার লাগানো গাড়ি জব্দ

Reporter Name 138 View
Update : Wednesday, August 28, 2019

আব্দুল কুদ্দুস | ২৮ আগস্ট বুধবার ২০১৯:নরসিংদীর মাধবদীতে বিদেশী বিয়ার সহ ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মাদকের বিরুদ্ধে মাধবদী থানা পুলিশের ব্লক রেইড চলাকালে মঙ্গলবার রাতে শহরের ছোট মাধবদী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত প্রেস স্টিকার যুক্ত কালো রঙের একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। আটককৃতরা হলো পিরোজপুর জেলার কাউখালী থানার দক্ষিণ বেতকা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রাব্বি মিয়া (২১), নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার নোয়াদ্দা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শাহাজালাল মৃদুল (২০) ও মাদারীপুর জেলার রঘুরামপুরের মৃত: বজলু মোল্লার ছেলে আঃ ছাত্তার মোল্লা (৩৮)। এদের মধ্যে আঃ ছাত্তার মোল্লা গাড়ির ড্রইভার বলে জানান পুলিশ।

মাধবদী ভারপ্রকর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, মাধবদী পৌর শহরে ব্লক রেইড চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের দিক থেকে মাধবদী আসা ভোরের ডাক ও প্রেস স্টিকারসহ কালো রঙের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৯-২৭৩৭) থেকে ১৪৪ ক্যান বিদেশী বিয়ারসহ সহ উল্লেখিত তিনজনকে আটক করা হয়। এ ব্যাপারে বুধবার দুপুরে থানায় একটি মামলা রুজু করা হয়। পরে আটকৃদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর