July 31, 2025, 8:08 pm

অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু

Reporter Name 201 View
Update : Wednesday, August 28, 2019

নিজস্ব প্রতিবেদক | ২৮ আগস্ট বুধবার ২০১৯: আগামী ১ অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশের সব টিভি চ্যানেল সম্প্রচার করা হবে বলে জানিয়েছে বেসরকারি টিভি মালিকদের সংগঠন অ্যাটকো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আনুষ্ঠানিক সম্প্রচারের উদ্বোধন করবেন।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সভায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে খুব শিগগিরই দেশের সব টিভি চ্যানেল সম্প্রচারের সিদ্ধান্তের কথা জানায় অ্যাটকো। সভা শেষে সংগঠনের সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

সভা শেষে জানানো হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সব টিভি চ্যানেল সম্প্রচারের পাশাপাশি সঠিক টিআরপি রেটিংয়ের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হন সংগঠনের নেতারা। তবে এক্ষেত্রে কোন কোম্পানির সঙ্গে কাজ করা হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

এছাড়াও শুধুমাত্র বিজ্ঞাপনের ওপর চাপ কমাতে সব চ্যানেলকে পে চ্যানেলে পরিণত করা ও ক্লিন ফিডসহ এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর