November 1, 2025, 4:15 am

ধামরাইয়ে পুলিশের ব্যক্তিগত গাড়িচালক খুন

Reporter Name 149 View
Update : Thursday, August 29, 2019

নিজস্ব প্রতিবেদক | ২৯ আগস্ট বৃস্পতিবার ২০১৯: ঢাকার ধামরাইয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে পুলিশের গাড়িচালককে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার দামরাইয়ের সানোড়া ইউনিয়নের সুইচখালী গ্রামে এ ঘটনা ঘটে। সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ফরিদ হোসেন উপজেলার সানোড়া ইউনিয়নের সুইচখালী গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। তিনি ধামরাই থানা থেকে টাঙ্গাইলের মহেরা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ডিসি কোর্সে প্রশিক্ষণ নিতে যাওয়া এসআই প্রমোজ চন্দ্র রায়ের ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন।

পুলিশ জানায়, ফরিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি কুপিয়ে খুন করা হয়েছে। পুলিশের সঙ্গে নাইট ডিউটি করে বাড়ি ফেরার পরই তিনি খুন হন বলে জানা গেছে।

নিহত ফরিদের স্ত্রী ফরিদা আক্তার জানান, আমার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমি আমার স্বামীর খুনিদের বিচার চাই।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, নিহত ফরিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেফতার করা হবে বলে তিনি জানান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর