August 3, 2025, 4:07 pm

শিক্ষক নিয়োগ ও পদোন্নতির অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান জবি শিক্ষক সমিতির

Reporter Name 164 View
Update : Thursday, August 29, 2019

জবি | ২৯ আগস্ট বৃস্পতিবার ২০১৯:
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত খসড়া অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে জবি শিক্ষক সমিতির সভাপতি ড. দীপিকা রাণী সরকার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে। আজ শিক্ষক সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , অভিন্ন নীতিমালার বিষয়টি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনের সাথে অসঙ্গতিপূর্ণ এবং স্বায়ত্তশাসনের সাথে সাংঘর্ষিক, যা বৃহত্তর শিক্ষস্বার্থের পরিপন্থী।

এতে আরও বলা হয়, খসড়া ‘অভিন্ন নীতিমালা’ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করছে। এছাড়া এই নীতিমালা পাশ করলে সেশনজটমুক্ত শিক্ষার সুষ্ঠ পরিবেশকে বিঘ্নিত করতে পারে বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি খসড়া অভিন্ন নীতিমালা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর