পলাশে পল্লী বিদ্যুৎতের উপকেন্দ্র ও তালতলী সাব জোনাল অফিস উদ্বোধন
 
						আব্দুল কুদ্দুস | শুক্রবার,৩০ আগস্ট ২০১৯: “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এ শ্লোগানকে সামনে রেখে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে নরসিংদীর পলাশ উপজেলা গজারিয়া ইউনিয়নে ৩৩/১১ কেভি ২০ এমভিএ ইনডোর উপকেন্দ্র ও উপজেলার তালতলী সাব জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার পারুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়। এতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সমিতি বোর্ডের সভাপতি মোঃ ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ জেনারেল ম্যানাজার মিজানুর রহমান। আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলার চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন, নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ওবায়দুল কবির মৃধা, সমিতি-১ এর সাবেক সভাপতি মো: জাহাঙ্গীর আলম অভি।
আয়োজিত এ সভায় নরসিংদী পল্লী সমিতি-১ এর ডিজিএম মহিউদ্দিন মোশাহিদল্লাহ’র সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সমিতি বোর্ডের সহ-সভাপতি সামসুউদ্দিন, ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতি বোর্ডের সচিব আসাদুজ্জামান ছিদ্দিকী, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুর রহমান, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) পরিচালক আল মুজাহিদ হোসেন তুষার, পল্লী বিদ্যুৎ ঘোড়াশাল জোনাল অফিসের ডিজিএম শাহাদাৎ হোসেন ও এজিএম ইয়াসির আরাফাত, ওয়ারিং ইন্সপেক্টর মোহাম্মদ আল-আমিন মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


 
												                                            





 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										