এনআরসি’র চূড়ান্ত তালিকা প্রকাশ, রাষ্ট্রহীন ১৯ লাখ মানুষ

নিউজ ডেস্ক | শনিবার ৩১ আগস্ট ২০১৯:
ভারতের আসাম রাজ্যে চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত নাগরিক তালিকা থেকে পড়ছে প্রায় ১৯ লাখ মানুষ। নতুন এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ৩ কোটি ১১ লাখ মানুষ।
শনিবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় অনলাইনে চূড়ান্ত এ তালিকা প্রকাশ করা হয়।
এদিকে আসামে নাগরিকদের চূড়ান্ত জাতীয় নাগরিক তালিকা থেকে ১৯ লাখ মানুষকে বাদ দেওয়ায় তারা রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হলো।
এনআরসি তালিকা প্রকাশকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় ভারতের এই রাজ্য জুড়ে প্রায় ৬০ হাজার পুলিশ ও ২০ হাজার সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জারি করা হয়েছে ১৪৪ ধারা।
এদিকে ভারতের কেন্দ্রীয় সরকার বলেছে চূড়ান্ত তালিকায় যাদের নাম আছে তাদেরকে এখনই বিদেশি ঘোষণা করা যাবে না। পরবর্তী সকল আইনি বিকল্প শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে বিদেশি ঘোষণা করা হবে না। প্রকাশিত এনআরসি তালিকার বাইরে থাকা প্রতিটি ব্যক্তি দেশটির গঠিত বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন এবং আবেদন করার সময়সীমা ৬০ থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে।