September 11, 2025, 9:19 pm

জবির সমাবর্তন বক্তা এমিরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক

Reporter Name 178 View
Update : Sunday, September 1, 2019

নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০১৯:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সমাবর্তন অনুষ্ঠান মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ১১ জানুয়ারি-২০২০ তারিখ নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান এর কনফারেন্স কক্ষে সমাবর্তন অনুষ্ঠানের ‘নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বক্তা হিসেবে ‘প্রফেসর এমিরিটাস ড. অরুণ কুমার বসাক’ কে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, ড. অরুণ কুমার বসাক বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এমিরিটাস প্রফেসর। তিনি ১৯৭৫ সালে লন্ডনের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও যুক্তরাষ্ট্রের কেন্ট ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন এবং একাধিকবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনইস ইউনিভার্সিটিতে রিসার্চ প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর