December 1, 2025, 5:24 pm

দেশের ভূমি অফিস সিসিটিভির আওতায় আসছে: ভূমিমন্ত্রী

Reporter Name 163 View
Update : Sunday, September 1, 2019

নিউজ ডেস্ক | রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯:
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে সমগ্র দেশের ভূমি অফিসগুলোকে সিসিটিভির আওতায় আনা হবে।

রবিবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মাঠ পর্যায়ে সহকারী কমিশনারদের (ভূমি) অনুকূলে ডাবল কেবিন পিকআপ হস্তান্তর অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

উপস্থিত সহকারী কমিশনারদের (ভূমি) মন্ত্রী বলেন, কেবিন পিকআপ দেওয়ার মূল উদ্দেশ্য যেন তারা তাদের আওতাধীন এলাকার ভূমি অফিসগুলো ঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেন ও প্রয়োজনে আকস্মিক পরিদর্শন করতে পারেন। এছাড়া এর সাথে যেন সরকারি অন্যান্য দায়িত্ব সঠিকভাবে পালন করে মাঠ পর্যায়ে একটি গুণগত পরিবর্তন আনতে পারেন।

মন্ত্রী এসিল্যান্ডদের সরকারি গাড়ির লগবুক কার্যকরীভাবে লিপিবদ্ধ করার নির্দেশ প্রদান করেন।

মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-সহ আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার যুগ্ম সচিব প্রদীপ কুমার দাস, উপসচিব কামরুল ইসলাম চৌধুরী, কেবিন পিকআপ সরবরাহকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রি লিমিটেডের উপমহাব্যবস্থাপক একেএম আনোয়ার মোর্শেদ ও উপপ্রধান প্রকৌশলী নবারুণ সরকার।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর