August 27, 2025, 2:30 pm

ঘুষ নেয়ার সময় নৌ পরিবহণ অধিদপ্তরের শিপ সার্ভেয়ার আটক

Reporter Name 147 View
Update : Monday, September 2, 2019

নিউজ ডেস্ক | সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯: : ঘুষ নেয়ার সময় নৌ পরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত বিআইডব্লিউটি কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে একটি সকাল থেকেই গোপনে বিআইডব্লিউটি কার্যালয়ে অবস্থান নেয়। মির্জা সাইফুর রহমানকে দুই লাখ টাকা ঘুষ নেয়ার সময় হাতেনাতে আটক করে। খাদিজাতুল কোবরা নামক একটি জাহাজের সার্ভে ও ফিটনেস সনদ দেয়ার জন্য মির্জা সাইফুর তিন লাখ টাকা ঘুষ দাবি করে। এরমধ্যে সোমবার প্রথম দফায় দুই লাখ টাকা নেয়ার সময় গ্রেপ্তার হন তিনি। ঘুষ নেয়ায় তার নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর