ঢাকার নতুন পুলিশ সুপার মারুফ সরদার

নিউজ ডেস্ক | সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মারুফ হোসেন সরদারকে ঢাকা জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে- স্বরাষ্ট মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকার পুলিশ সুপারসহ পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদারকে ঢাকার পুলিশ সুপার, গাইবান্ধার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়াকে নওগাঁর পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিটের পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর