August 5, 2025, 5:31 pm

ফ্লাইওভারে পাঠাও চালককে ‘হত্যাকারী’ গ্রেফতার

Reporter Name 139 View
Update : Monday, September 2, 2019

নিউজ ডেস্ক | সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯:
রাজধানীর শাজাহানপুরে অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং পাঠাওয়ের এক চালককে গলাকেটে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম নুরুজ্জামান অপু। পুলিশের দাবি, আটক অপুই মিলনকে হত্যা করে তার মোটরসাইকেল ছিনতাই করেন।

নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে রোববার রাতে অপুকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে।

পুলিশ জানিয়েছে, অপু হত্যার কথা স্বীকার করেছে। ঘটনার বিবরণে তিনি জানিয়েছেন, ওইদিন গুলিস্তান যাওয়ার জন্য ৫০ টাকা ভাড়ায় তিনি মালিবাগ আবুল হোটেল থেকে মিলনের মোটরসাইকেলে ওঠেন। ফ্লাইওভারে ওঠার পর পদ্মা ডায়াগনস্টিকের সামনে এসে সিগারেট জ্বালানোর কথা বলে মিলনকে বাইকের গতি কমাতে বলেন তিনি। মিলন গতি কমালে কাছে থাকা অ্যান্টি কাটার দিয়ে মিলনের গলায় টান দেন অপু।

এর আগে গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মালিবাগ ফ্লাইওভারের তৃতীয় তলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুই সন্তানের জনক মিলন পরিবারের সঙ্গে মিরপুর-১ গুদারাঘাট এলাকায় থাকতেন। ঋণের বোঝা কমাতে ‘পাঠাও’ চালাতেন তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর