September 15, 2025, 8:54 am

শ্রীপুরে বজ্রপাতে ৩০ জোড়া কবুতরসহ দুটিবসতঘর পুড়ে গেছে

Reporter Name 137 View
Update : Monday, September 2, 2019

গাজীপুর | সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯: গাজীপুরের শ্রীপুর উপজেলার তাঁতীসুতা গ্রামে বজ্রপাতে এক কৃষকের দুটি বসতঘর পুড়ে গেছে। এসময় ৩০ জোড়া কবুতরসহ সকল প্রকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে কেউ বাড়িতে না থাকায় কোনো হাহতের ঘটনা ঘটেনি। কৃষক আল আমীন জানান, রোববার রাত ১২টার দিকে একাধিক বজ্রপাতে তার ঘরে আগুন ধরে যায়। মুহুর্তে দুটি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে।

এসময় টিভি, ফ্রিজ, পোশাক, স্বর্নালঙ্কার, নগদ টাকা, টিনসেড ঘরের চাল, সাইকেল, ৩০ জোড়া দেশেী বিদেশী কবুতর ও অন্যান্য গৃহ পালিত পাখি পুরে ছাই হয়ে গেছে। এতে তার আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। ঘটনার সময় তিনি সপরিবারে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় কেউ হতাহত হননি। আগুনের ঘটনার পর থেকে দুই কন্যা, এক ছেলে ও স্ত্রীসহ নিঃস্ব হয়ে পড়েছেন। শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামসুল আলম প্রধান জানান, ঘটনা শুনে স্থানীয় জনপ্রতিনিধিকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠিয়েছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর