August 5, 2025, 5:34 pm

সরকারবিরোধী অপপ্রচার মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী

Reporter Name 137 View
Update : Wednesday, September 4, 2019

নিউজ ডেস্ক | বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯:
সরকারবিরোধী সকল অপপ্রচার মোকাবিলা করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তৈরি পোশাক উৎপাদক ও রফতানিকারক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ’র নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতারা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রী তাদের এই আহবান জানান।

সরকার বিরোধী অপপ্রচার ব্যবসায়ীদেরকে বেশি ক্ষতিগ্রস্ত করবে। তাই ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু মানুষ রয়েছে, যারা সব সময় অব্যাহতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আপনাদেরকে এটা মোকাবিলা করতে হবে, কারণ এগুলো আপনাদেরই ক্ষতি করবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তারা (অপপ্রচারকারীরা) রাজনৈতিক কারণে আমার ক্ষতি করতে চায়। কিন্তু এ কারণে ক্ষতিগ্রস্ত হবেন আপনারা।’

ব্রেক্সিট প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘ব্রেক্সিটের (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া) কারণে বাংলাদেশের রফতানিতে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না।’

দেশরে উন্নয়ন ও রপ্তানি বৃদ্ধিতে পোশাক খাত ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে, উল্লেখ করে প্রধানমন্ত্রী রপ্তানির জন্য পণ্যের বৈচিত্র্যের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ ও সিদ্দিকুর রহমান, বিজিএমইএ প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ আবদুস সালাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়সাল সামাদ প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর