August 25, 2025, 2:59 am

সৌদিতে বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন

Reporter Name 209 View
Update : Wednesday, September 4, 2019

প্রবাস ডেস্ক | বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯:
সৌদি আরবের মক্কায় ওয়াদি রেহেজানে এক বাংলাদেশির হাতে জসিম উদ্দিন (৪০) নামের এক বাংলাদেশি খুন হয়েছেন। কৃষি খামারের একটি ডোবা থেকে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে সৌদি পুলিশ।

নিহত জসিম উদ্দিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন চরম্বা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের নোয়ারবিলা এলাকার মোজার সওদাগরের ছেলে।

গত ৩০ আগস্ট মক্কা নগরী থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ওয়াদি রেহেজান এলাকায় (মাজারা) ক্ষেতের খামারে এ ঘটনা ঘটে। তবে নিহত হওয়ার তিনদিন পর মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় পুলিশ এসে নিহত প্রবাসী জসিম উদ্দিনের লাশ উদ্ধার করে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। তবে আটকৃতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জসিম উদ্দিনের প্রবাসী এক আত্মীয় জানান, একই ইউনিয়নের মাইজবিলা ও বায়ার পাড়া এলাকার ৭/৮-জন ক্ষেতে খামার (মাজারা) কাজ করতেন। কাজ শেষে নিজ বাসায় তাদের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চরম আকারে জড়িয়ে পড়লে গাছের লাঠির আঘাতে জসিম উদ্দিন নিহতে হলে গোপনে ক্ষেতে জমিনের পানির ডেবাই ফেলে দেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর