August 7, 2025, 3:37 pm

পথহারা পথিকের মত দিশেহারা বিএনপি: কাদের

Reporter Name 140 View
Update : Friday, September 6, 2019

নিউজ ডেস্ক | শুক্রবার ৬ সেপ্টেম্বর, ২০১৯:
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নেতিবাচক রাজনীতি করে বিএনপি এখন সংকটের মধ্য পড়েছে। যেখান থেকে বেরিয়ে আসার উপায় নেই। সেই সংকটের কারণে বিএনপি বেহাল দশায়। পথহারা পথিকের মত দিশেহারা হয়ে পড়েছে দলটি। এখন জনগণের ওপর থেকে আস্থা হারিয়ে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে, নাশিল করছে, দেশের বনাম করছে। বিএনপি চরম দেউলিয়াপনার পরিচয় দিয়েছে, হীনমন্যতার পরিচয় দিয়েছে।’

তিনি বলেন, ‘আজকে বাংলাদেশ মাথাপিছু আয় ১ হাজার ৯০৯ ডলার। বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ। আইএমএফও বলছে দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধিতে বাংলাদেশ প্রথম স্থানে আছে। দেশের প্রবৃদ্ধি ৮.২ হয়েছে, আগামীতে আরো বাড়বে। শেখ হাসিনার এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রার রাজনীতি বিরোধী দলীয় রাজনীতিকে সংকটে ফেলেছে।’

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দক্ষিণ যুবলীগ আয়োজিত ‘২৮ সেপ্টেম্বর রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা জেগে থাকেন বলেই বাংলাদেশ জেগে থাকে। শেখ হাসিনা জেগে থাকেন বলেই আজকে বাংলাদেশর মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে। শান্তিতে বসবাস করতে পারে। শুধু দল, দেশ নয়- বিশ্বের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আমাদের পার্টিকে ছাড়িয়ে গেছেন। ব্যক্তিগত গ্রহণযোগ্যতা তাঁর সাহস, সততা আর বিচক্ষণতা আজ বিশ্বব্যাপী প্রশংসিত ও সমাদৃত।’

দল ও দেশের জন্য যেসব উন্নয়ন কাজ হয়েছে তা সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেয়ারও আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ।

জাতীয় পার্টির চলমান টানাপোড়েন বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় পার্টির টানাপোড়েন নিয়ে আওয়ামী লীগের কিছু করার নেই। এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। তাদের অভ্যন্তরীণ বিষয়ে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। তাদের মধ্যে কে বিরোধী দলীয় নেতা হবে এটা তারাই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ এ নিয়ে মাথা ঘামাচ্ছে না। স্পিকার নিয়মতান্ত্রিকভাবেই বিরোধী দলীয় নেতাকে স্বীকৃতি দেবে। এখানে কারও প্রতিই শেখ হাসিনা বা অন্য কারও পক্ষপাতিত্ব নেই। আমরা এ বিষয়ে কারও পক্ষপাতিত্ব করতে চাই না।’

রংপুর-৩ আসনের উপনির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে ১৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এখানে বঙ্গবন্ধুর পরিবারের কেউ মনোনয়ন তুলেনি। যাচাই বাছাই করে আগামীকাল শনিবার প্রার্থীর নাম প্রকাশ করা হবে।’

ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে আলোচনা সভার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর