August 21, 2025, 10:14 pm

‘রাসূল প্রতিশ্রুত ‘গজওয়ায়ে হিন্দ’ শুরু হয়ে গেছে’

Reporter Name 161 View
Update : Friday, September 6, 2019

আন্তর্জাতিক ডেস্ক | শুক্রবার ৬ সেপ্টেম্বর, ২০১৯:
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের স্বায়ত্বশাসন বাতিল নিয়ে পাক-ভারত চলমান উত্তেজনায় গজওয়ায়ে হিন্দ বা ‘ভারত যুদ্ধ’ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলি মোহাম্মদ খান।

গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদে কাশ্মির ইস্যুতে আয়োজিত এক সেমিনারে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পাকি প্রতিমন্ত্রী বলেন, ‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিশ্রুত গজওয়ায়ে হিন্দ বা ‘ভারত যুদ্ধ’ শুরু হয়ে গেছে। এ যুদ্ধে আমরা লড়ছি এবং শেষ পর্যন্ত লড়ে যাবো।’

তিনি আরও বলেন, ‘অনেকে জিজ্ঞেস করে ভারত আক্রমণ করলে আমরা কী করবো? ভারত তো আক্রমণ করেই ফেলেছে এবং আমরা তার জবাব দিচ্ছি।’

আলি মোহাম্মদ খান বলেন, ‘পাক-ভারত যুদ্ধ তো শুরু হয়েই গেছে। এখন আমাদের যুদ্ধের কৌশল নিয়ে চিন্তা করতে হবে। শুধু অস্ত্র নয়, কলম ও মুখের মাধ্যমেও সবাইকে যুদ্ধে অংশ নিতে হবে। কাশ্মিরের মুসলিমদের বাঁচাতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে।’

এজন্য সকল পাকিস্তানি নাগরিক ও বিশ্ব মুসলিম উম্মার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

উল্লেখ্য, গজওয়ারে হিন্দ ইসলামের সর্বশেষ নবী হযরত মুহম্মদ (সা.) এর একটি ভবিষ্যদ্বাণী। যেখানে উল্লেখ আছে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে ভারতীয় উপমহাদেশে যুদ্ধ হবে, যার ফলে মুসলমানদের বিজয় ঘটবে।

হযরত আবু হুরায়রা (রাঃ) কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ (সাঃ) হিন্দুস্তানের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন, ‘অবশ্যই আমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে, আল্লাহ্ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন, আর তারা রাজাদের শিকল/বেড়ি দিয়ে টেনে আনবে। এবং আল্লাহ্ সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন (এই বরকতময় যুদ্ধের দরুন)। এবং যে মুসলিমেরা ফিরে আসবে তারা ঈসা ইবন-ই-মারিয়াম কে সিরিয়ায় (শাম) পাবে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর