October 31, 2025, 8:58 pm

খুলনায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

Reporter Name 143 View
Update : Saturday, September 7, 2019

খুলনা | শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯:
খুলনার দিঘলিয়ায় টিপু শেখ (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাজিরহাট ইউনিয়নের পদ্মবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টিপু পদ্মবিলা গ্রামের সোনা উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, টিপু আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিল। সে বাজার থেকে বাড়ি ফেরার পথে দূর্বৃত্তরা প্রথমে ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে তাকে কুপিয়ে এক পা বিচ্ছিন্ন ও অপর পা অর্ধেক বিচ্ছিন্ন করে তাকে হত্যা করে।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিচুর রহমান জানান, টিপু শেখ বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন তাকে ঘিরে ধরে কুপিয়ে শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন করে ফেলে। এরপর তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যাকারীদের গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর