আল্লাহ-বৃষ্টি ছাড়া হারের খুব কাছাকাছি: সাকিব

স্পোর্টস ডেস্ক | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৯ :
ম্যাচের একদিন আগেই অনেকটা অসহায় আত্মসমর্পণই করতে বাধ্য হলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বলেন, ‘একমাত্র বৃষ্টি আছে আর আল্লাহর সু নজর যদি স্বয়ং আমাদের প্লেয়ারদের ওপর না পড়ে তাহলে আমরা হারের খুব কাছাকাছি।’
রবিবার (৮ সেপ্টেম্বর) চতুর্থদিন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাকিব বলেন, ‘খুব খারাপ মনে হয়নি। উইকেট পড়ার আগ পর্যন্ত ভালোই মনে হয়েছে। আমরা উইকেট যেভাবে চেয়েছিলাম, সেভাবে হয়ত পাইনি। তার মানে এই নয় যে এভাবে ভেঙে পড়বো। আমাদের কোয়ালিটি শো করার সুযোগ ছিলো। সেখানে আমরা খুব ভালোভাবে ফেল করেছি’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাব অধিনায়ক সাকিব বলেন, ‘সামর্থ সবার ভিতরেই আছে। এখানে যত খেলোয়াড়ই খেলছে, সাদমান বাদে। এমন নয় যে কেউ বড় ইনিংস খেলেনি, বা দল জেতানোর পিছনে তাদের বড় ভুমিকা নেই। সবাই যেহেতু পারে, তার মানে তাদের সমর্থ আছে। একটা হচ্ছে যে ট্যালেন্ট আছে, ওটা মাঠে দেখাতে পারা। আবার একটা হলো ট্যালেন্ট আছে কিন্তু ওটা দেখাতে না পারা। এটা একটা মার্জিন, যা আপনাকে অনেক বড় প্লেয়ার এবং ছোট প্লেয়ারে মধ্যে পার্থক্য তৈরি করে দেয়।’
আজকের ম্যাচে আফগানদের ম্যাচের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তাদের ওই পজিশনেই আনতে পারিনি। ওই পজিশনে আনতে পারলেই বোঝা যেত ওদের কত ক্যারেক্টর আছে। ওই পজিশনেই যেহেতু আনতে পারিনি,সেহেতু ওদের ক্যারেক্টর কি দেখবো। ৪০০ রান চেজ করতে গিয়ে যদি আজকে ২ উইকেটে ২০০ রান থাকত, তখন ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখা যেত, পজিশন দেখা যেত।’
ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে পড়বে না-এটা ভালো দিক জানিয়ে টাইগার অধিনায়ক বলেন, ডিসিপয়েন্টিং আমাদের ক্রিকেট ও আমাদের জন্য। যে আমরা নতুন একটা দলের কাছে হেরে গেলাম। নতুন দল মানেই যে তারা জিততে পারবে না-এটা না। তাহলে ইংল্যান্ড যখন ২৭৫ বছর ধরে খেলে, আর আমরা ১৫-২০ ধরে খেলছি। আমরা ওদের সাথে জিতে গেলে কেমন লাগে? তো আমরাও তো জিতেছি। এখন কিছু বলার নেই। অবশ্যই তাদের রেসপেক্ট দিতে হবে। তারা ভালো খেলেছে। এমন একটা পজিশনে আছে যেখান থেকে তারা জিততে পারে। ’