August 6, 2025, 9:58 pm

খালেদা জিয়াকে ফের কারাগারে নেয়ার ‘ষড়যন্ত্র’ করছে সরকার: ফখরুল

Reporter Name 139 View
Update : Sunday, September 8, 2019

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৯ :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারাত্মক অসুস্থ। তাঁকে কোনও ধরনের সুচিকিৎসা দেয়া হচ্ছে না। অথচ এই মুহূতে তাকে ‘সুস্থ’ দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানোর ষড়যন্ত্র করছে সরকার।’

রবিবার (০৮ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।

এদিন খালেদা জিয়ার সুচিকিৎসা ও তাঁর মুক্তির দাবিতে ২ দিনের কর্মসূচি ঘোষণা করে ফখরুল জানান, আগামী ১১ সেপ্টেম্বর ঢাকায় ও ১২ সেপ্টেম্বর সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।

তিনি অভিযোগ করে বলেন, ‘গত ৫ মাস যাবত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। গতকাল শনিবার ওই হাসপাতালের ভিসিসহ মেডিকেল বোর্ডের পক্ষ থেকে হঠাৎ জানানো হয়েছে, ‘খালেদা জিয়া এখন সুস্থ আছেন’। তাদের এ বক্তব্য মূলত বেগম জিয়াকে পুনরায় কারাগারে নেয়ার ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা জানি বেগম জিয়ার পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করেছেন। এবং দেখা করে এসে জানিয়েছেন, দেশনেত্রীর অত্যন্ত অসুস্থ। তিনি একা চলাফেলা করতে পারেন না।’

“আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই- বেগম জিয়া দীর্ঘদিন যাবত জটিল রোগে আক্রান্ত। আমরা অবিলম্বে তাঁর মুক্তি দাবি করছি। তাঁকে তার পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নেয়ার সুযোগ দেয়ার দাবি করছি। অন্যথায় তার শারীরিক যেকোনও অবনতির জন্য এই অবৈধ সরকারকেই দায় নিতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, বিএনপি নেতা মীর সরফত আলী সপু, আবুল কালাম আজাদ, আবদুস সালাম আজাদ ও আমিনুল ইসলাম প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর