August 5, 2025, 5:33 pm

চতুর্থ অধিবেশন শুরু, চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত

Reporter Name 146 View
Update : Sunday, September 8, 2019

নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৯ ::
একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। চলবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। এর মেয়াদকাল হবে ৪ কার্যদিবস। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সংসদের বৈঠক শুরু হয়।

অধিবেশনের শুরুতে শিরীন শারমিন এ অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।

সংসদের চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন আব্দুস শহীদ, এনামুল হক, মৃনাল কান্তি দাস, কাজী ফিরোজ রশীদ ও জয়া সেনগুপ্তা।

পরে স্পিকার বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম, মুজির নগর সরকারের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ, সাবেক সংসদ সদস্য খালেদা হাবিব এবং আনোয়ারা বেগমের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন।

এছাড়া ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল হানিফ, কথাসাহিত্যিক রিজিয়া রহমান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর নুরুল ইসলাম, সমাজসেবী ঝর্ণাধারা চৌধুরী, ভাষাসংগ্রামী খালেকুল আল আজাদ, জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক আনোয়ারুল কবির শামীমের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন।

সংসদের রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনও সদস্যের মৃত্যুতে তার জীবন ও কাজের ওপর আলোচনা করা হয়। অধিবেশন শুরুর পর সংসদ সদস্যরা এইচ এম এরশাদের জীবনের ওপর আলোচনা শুরু করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর