‘আব্বা গ্রুপ’ এর রুবেল আটক
 
						বরিশাল | বৃস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯: বরিশাল নগরীর আলোচিত গ্যাং ‘আব্বা গ্রুপ’র সদস্য মিজানুর রহমান রুবেল খানকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
বুধবার নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে থেকে তাকে আটক করা হয়।
রাত সাড়ে ১১টায় সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
রুবেল নগরীর ভাটিখানা নগরের পুল জোড় মসজিদ সংলগ্ন এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। তার বাবা সদর রোডের আলাউদ্দিন হোটেলের মালিক আলাউদ্দিন খান।
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার নরেশ কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেলকে আটক করার পাশাপাশি তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
More News Of This Category
	
					
							 এক ক্লিকে বিভাগের খবর  
							

 
												                                            





 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										