August 3, 2025, 4:10 pm

চবিতে মুক্তিযোদ্ধার সন্তানের রুম ভাঙচুর করে লুটপাটের অভিযোগ

Reporter Name 143 View
Update : Thursday, September 12, 2019

চবি | বৃহস্পতিবার,১২ সেপ্টেম্বর ২০১৯ :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলে এক মুক্তিযোদ্ধার সন্তানের রুম ভাঙচুর করে নগদ টাকা, মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগী ওই শিক্ষার্থী ৫ জনকে অভিযুক্ত করে প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগ দিয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের ৪৩৮ নম্বর রুমে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. রমজান হোসাইন। সে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অন্যদিকে অভিযুক্তরা হলেন, রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো. শাহজাহান, মেরিন সায়েন্স বিভাগের একই শিক্ষাবর্ষের জাহিন খন্দকার, লোক প্রশাসন বিভাগের একই শিক্ষাবর্ষের মো. সূচক, আরবি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জোবায়ের আহমেদ ও হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মো. আবির।

লিখিত অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থী লিখেন, তার অনুপস্থিতিতে রুমের তালা ভেঙে ভাঙচুরসহ লুটপাট করা হয়। এসময় রুমের কাপড় চোপড়, বইপত্র ও ব্যাগে থাকা ২০৫০ টাকা নিয়ে যায় লুটপাট কারীরা।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মো. রমজান হোসাইন বলেন, গতকাল রাত ১১ টার দিকে আমি রুমে না থাকায় অভিযুক্ত ৫ জন আমার রুমের তালা ভেঙে ভাঙচুর চালায় এবং টাকা ও মালামাল লুটপাট করে। এ ঘটনায় প্রক্টর অফিসে অভিযোগ দিয়েছি। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এ ঘটনার বিচার দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রণব মিত্র চৌধুরী বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। হল কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর