নাইজেরিয়ার সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলায় ৯ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বৃস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯
নাইজেরিয়ার সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় অন্তত ৯ সৈন্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ২৭ জন।
দেশটির স্থানীয় সময় মঙ্গলবার বোর্নো রাজ্যের গুদুমবালির ওই সামরিক ঘাঁটিতে এ হামলা চালায় জঙ্গিরা।
পরিচয় না প্রকাশ করার শর্তে তিন সৈন্য ও এক কর্মকর্তা হামলার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে হামলাটি প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছেন নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র সগির মুসা।
তিনি বলেন, ‘তবে কোনও সৈন্য নিহত বা নিখোঁজ হয়েছে কি না তা আমার জানা নেই।’
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর