ডিএমপি কমিশনারের দায়িত্ব নিলেন শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯:
কা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বিদায়ী কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হলেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তিনি এই দায়িত্ব গ্রহণ করেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
গত ২৮ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ শফিকুল ইসলামকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
শফিকুল ইসলাম এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্বরত ছিলেন।
তিনি ১৯৮৯ সালে অষ্টম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর