August 4, 2025, 6:17 am

‘শরীরে একটা সুতোও ছিল না, আমাকে পুরো নগ্ন করেছিলেন পরিচালক’

Reporter Name 134 View
Update : Friday, September 13, 2019

বিনোদন ডেস্ক | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯:
চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীদের নানা রূপ নিয়ে ক্যামেরার সামনে হাজির হতে হয়। কিন্তু তাই বলে- এতটা নগ্নতা! অষ্টাদশী এক যুবতীর শরীরে একটি সুতোও নেই, চোখে মুখে কম্পন, শিহরণ। সেই মুখের ছবি এবার সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বলা হচ্ছিল, রত্না কুমার পরিচালিত তামিল ‘আদাই’ ছবিতে একজন ধর্ষিতার চরিত্রে অভিনয় করতে গিয়ে মালায়লম অভিনেত্রী অমলা পাল যে দৃশ্যের মুখোমুখি হয়েছিলেন সেই কথাগুলো। সেদিন ক্যামেরার সামনে অমলাকে এক প্রকার নগ্ন করেছিলেন পরিচালক।

সম্প্রতি ‘দ্য হিন্দু’কে দেয়া এক সাক্ষাৎকারে সেই শ্যুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে আরও একবার কণ্ঠ কেঁপে উঠে অমলার।

লাস্যময়ী এই অভিনেত্রী বলেন, ‘পরিচালক আগেই জানিয়েছিলেন যে গায়ে এক ধরণের সূক্ষ পোশাক থাকবে। আমি তখন তাকে বলি, এ নিয়ে কিচ্ছু চিন্তা করতে হবে না।’

‘কিন্তু শুটিংয়ের দিন আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। আমাকে এক প্রকার নগ্ন করেছিলেন পরিচালক। ভাবছিলাম কী হতে চলেছে সেটে, কীভাবে শ্যুট হবে, কে কে থাকবে? শ্যুটিংয়ের সময় ঘরে ১৫ জন লোক ছিলেন। তবে ক্রু মেম্বারদের ওপর ভরসা ছিল।’

কিছুটা আপত্তিকর দৃশ্য ও উষ্ণতা ছড়ানো গল্প থাকলেও শেষ পর্যন্ত অমলাকে তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছে ‘আদাই’ ছবি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর