August 6, 2025, 10:02 pm

ছাত্রদলের কাউন্সিল নিয়ে করণীয় ঠিক করতে বৈঠকে বিএনপি

Reporter Name 147 View
Update : Saturday, September 14, 2019

ছাত্রদলের কাউন্সিল নিয়ে করণীয় ঠিক করতে বৈঠকে বিএনপি

নিউজ ডেস্ক | শনিবার ১৪ সেপ্টেম্বর ২০১৯: আদালতের নির্দেশে স্থগিত হওয়া ছাত্রদলের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বৈঠকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত রয়েছেন।

বৈঠকে উপস্থিত আছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ডক্টর মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিল আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভোটের দু’দিন আগে বৃহস্পতিবার হটাৎ আদালতের স্থগিতাদেশের কারণে বাধার মুখে পড়েছে ছাত্রদলের কাউন্সিল। ছাত্রদলের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার চতুর্থ সহকারী জজ নুসরাত জাহান বিথি এ আদেশ দেন।

এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ নেতাকে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আদেশের কপি পৌঁছে দেয়া হয়। এর পরপরই বিষয়টি নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে বসেন কাউন্সিল পরিচালনা কমিটির নেতারা। যদিও এমন স্থগিতাদেশকে ‘অযৌক্তিক ও সরকারের গভীর ষড়যন্ত্র’ বলে দাবি করছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর