August 31, 2025, 7:31 am

নরসিংদীর মাধবদীতে ৬ লাখ টাকার ইয়াবাসহ ২জন গ্রেফতার

Reporter Name 135 View
Update : Sunday, September 15, 2019

মাধবদী প্রতিনিধি | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯ : নরসিংদীর মাধবদীতে ১ হাজার ৯শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার দিবাগত রাতে মাধবদীর থানার কুড়েরপাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফকারকৃতরা হলো, কক্সবাজার উখিয়া থানার তুতুরবিল এলাকার শামসুল আলম এর ছেলে জসিম উদ্দিন(২৬), মাধবদীর থানার কুড়েরপাড় এলাকার আঃ লতিফ এর ছেলে শরিফুল ইসলাম বাপ্পি(৩২)।
জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম, বার) সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাধবদীর কুড়েরপাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করি। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা। এই ঘটনায় মাধবদী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর