December 1, 2025, 8:04 pm

গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩

Reporter Name 145 View
Update : Saturday, September 21, 2019

গোপালগঞ্জ` | শনিবার,২১ সেপ্টেম্বর ২০১৯: গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত ও ১২ জন আহত হয়েছে। যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুর যাচ্ছিল।

আজ শনিবার ভোর রাত তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার শোনাশুর নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মি ও পুলিশ হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

নিহতরা হলেন বিজন হাওলাদার(২৫) পিতা-নারায়ন হাওলাদার, রাসেল(২৪), পিতা- নুর ইসলাম এবং কমল মন্ডল(২৫), পিতা-যশোরথ মন্ডল। এদের সবার বাাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জানে আলম জানান, রাত তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের পিরোজপুরের নাজরপুরগামী একটি নৈশকোচ (ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৫) ঘটনাস্থলে পণ্যবাহী একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-৭০৮৪) পেছনে এসে সজোরে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত ও অপর ১২জন যাত্রী আহত হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

মারাত্মক আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর