August 7, 2025, 10:06 am

চুয়াডাঙ্গায় আ. লীগ নেতা শফিকে কুপিয়ে জখম

Reporter Name 148 View
Update : Sunday, September 22, 2019

চুয়াডাঙ্গা | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯ :
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিকে (৫৬) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সোয়া ৮টার দিকে চুয়াডাঙ্গা রেলবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাত জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোয়া ৮টার দিকে সদর পুলিশ ফাঁড়ির নিকটে জনতা ব্যাংকের নিচে বসেছিলেন শফি। এসময় ৫-৬ জনের এক দুর্বৃত্ত দল ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাকে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির জানান, কারা এবং কেন এ হামলা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান বলেন, অ্যাডভোকেট শফিকুল ইসলামের মাথায় ও শরীরে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত আছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের নাম বলেননি পুলিশ সুপার।

জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেন জানান, শফিকুল ইসলাম শফি জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক। হামলাকারীদের পরিচয় সম্পর্কে ধারণা দিতে পারছেন না নেতাকর্মীরা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর