শিবপুরে দেশীয় মদপানে দুই যুবকের মৃত্যু
 
						নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯ :
নরসিংদীর শিবপুওে দেশীয় মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তারা স্থানীয় শিমুলতলা বাজার এলাকায় বসে মদপান করে।
নিহতরা হলেন, শিবপুর উপজেলার দড়িপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে শাকিল মিয়া (২৩), বাঘাব এলাকার কবির মিয়ার ছেলে সুমন মিয়া (২৪)। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার নরসিংদী শহর থেকে মদ কিনে নিয়ে যায় শাকিল ও সুমন। পরে শিবপুরের শিমুলতলা বাজারে বসে দুজন মিলে মদপান করে। মদপান শেষে দুজন মিলে শাকিলের দড়িপাড়াস্থ বাড়িতে ঘুমিয়ে পড়ে। এরপর শনিবার বিকেল পর্যন্ত দুজনের অতিরিক্ত ঘুমের কারণে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এরই মধ্যে সুমনের পেট ব্যথা শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে শাকিলকেও সন্দেহবশত প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত শাকিলের বড় বোন সাহিনুর বেগম বলেন, তারা দুজনই দুদিন ধরে টানা ঘুমাচ্ছিল। কারণ জিজ্ঞাসা করলে জানায় তাদের শরীর অসুস্থ। পরে শনিবার বিকেলে সুমনের পেট ব্যথা দেখা দিলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কিন্তু কি কারণে পেট ব্যথা তা আমরা বলতে পারব না।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এম.এন মিজানুর রহমান বলেন, শাকিল নামে একজনকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, বৃহস্পতিবার তারাসহ বেশ কয়েকজন মিলে নরসিংদী থেকে দেশীয় মদ কিনে নিয়ে এসে রাতের বেলা পান করে। এরমধ্যে দুজন আজ সন্ধ্যায় মারা গেছেন। এ ঘটনায় দুজনের লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।


 
												                                            





 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										