August 5, 2025, 5:34 pm

রাজধানীতে এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

Reporter Name 135 View
Update : Monday, September 23, 2019

নিজস্ব প্রতিবেদক | সোমবার,২৩ সেপ্টেম্বর ২০১৯:
র‍্যাব এবং পুলিশ অভিযানের পর এবার গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বাংলামোটর শ্যালে বার এন্ড রেস্টুরেন্টে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযানের অংশ হিসেবে তারা বেশ কয়েকটি বারে অভিযান পরিচালনা করবে বলে জানা গেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টা থেকে অভিযান শুরু করে তারা। এর আগে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ রাজধানীর তিনটি বারে অভিযান চালায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উত্তরের সহকারী পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম জানান, “এখন আমরা বাংলামোটরে শ্যালে বারে অভিযান চালাচ্ছি। এর আগে আমরা পল্টনে একটি গোডাউনে অভিযান চালিয়েছি। আমাদের কাছে সংবাদ ছিল এখানে চোরাই পণ্য রাখা হয়েছে। এ সংবাদের পরিপ্রেক্ষিতে সেখানে আমরা অভিযান চালিয়েছি। সেখানে প্রায় দুই ঘণ্টা আমরা অবস্থান নিয়েছিলাম। তবে গোডাউনে কিছুই পাওয়া যায়নি।”


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর