July 30, 2025, 7:43 pm

‘কলকাতাতেও আমার একটা শক্ত অবস্থান তৈরি হবে’

Reporter Name 158 View
Update : Tuesday, September 24, 2019

বিনোদন ডেস্ক | মঙ্গলবার,২৪ সেপ্টেম্বর ২০১৯:
কলকাতায় জয়দীপ মুখার্জির ‘রক্তমুখী নীলা’ ছবিতে নীলা চরিত্রে অভিনয় করেন ইয়ামিন হক ববি। ছবিটি এখনো মুক্তির অপেক্ষায়। এর মধ্যেই নতুন খবর দিলেন অভিনেত্রী। জয়দীপ মুখার্জির পরের ছবিতেও অভিনয় করবেন তিনি।

২০ সেপ্টেম্বর কলকাতায় চুক্তিবদ্ধ হয়েছেন নাম ঠিক না হওয়া ছবিটির। প্রযোজনা করবে অমলাদিত্য ফিল্মস।

ববি বলেন, ‘আগের ছবির গল্পটি ছিল থ্রিলার। তবে এবার অন্য রকম। বরাবরের মতো প্রধান চরিত্রে আমিই থাকছি। এবারও নতুন একজন নায়ককে আমার বিপরীতে নেওয়ার কথা। সব কিছু জানা যাবে আগামী মাসের মাঝামাঝিতে। তবে সহঅভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে কিছু চমক থাকবে। আশা করছি, বাংলাদেশের মতো কলকাতাতেও আমার একটা শক্ত অবস্থান তৈরি হবে।’

এদিকে, গত রোজার ঈদে ববি অভিনীত ‘নোলক’ ছবিটি মুক্তি পেয়েছে। সাকিব সনেটের প্রযোজনা ও পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান। আর আছেন ওমর সানি, মৌসুমি, শহিদুল আলম সাচ্চু, রেবেকা, রজতাভ দত্ত, অনুভব মাহাবুব প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর