December 27, 2025, 8:14 pm

ভারত-পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৭

Reporter Name 197 View
Update : Tuesday, September 24, 2019

নিউজ ডেস্ক | মঙ্গলবার,২৪ সেপ্টেম্বর ২০১৯:
ভারত ও পাকিস্তানের সীমান্ত অঞ্চলের বেশ কয়েকটি শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে এ কম্পন অনুভূত হয়। শক্তিশালে এই ভূমিকম্পে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ। ভূমিকম্পের কারণে রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশ দুটির শীর্ষস্থানীয় গণমাধ্যম এখবর দিয়েছে।

কাশ্মীরের নিকটবর্তী ভারত-পাকিস্তান সীমান্তে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ভারতের রাজধানী দিল্লিও কেঁপে ওঠে। নয়াদিল্লির পাশাপাশি চন্ডিগড়, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে।

দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজাদ কাশ্মীরসহ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখুতন-খাওয়া অঞ্চলেও ভূমিকম্প আঘাত হেনেছে।এ ভূমিকম্পের স্থায়িত্ব আট থেকে ১০ সেকেন্ড হলেও প্রচণ্ডভাবে আঘাত হানে।

পাকিস্তান আবহাওয়া দফতরের ভূমিকম্প কেন্দ্রের উপপরিচালক নাজিব আহমেদ বলেন, ৫.৮ মাত্রার ভূমিকম্পের উপকেন্দ্রটি ছিল ভূপৃষ্ঠর ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর সারা দেশের ভবন ও কার্যালয়গুলো থেকে মানুষ দ্রুত বাইরে বেরিয়ে আসে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর