August 7, 2025, 10:06 am

১০ ডিসেম্বরের মধ্যে ঢাকার সব ইউনিটের সম্মেলনের নির্দেশ আ.লীগের

Reporter Name 148 View
Update : Tuesday, September 24, 2019

নিউজ ডেস্ক | মঙ্গলবার,২৪ সেপ্টেম্বর ২০১৯:
১০ ডিসেম্বরের মধ্যে ঢাকা জেলার ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন, পৌরসভা, উপজেলা এবং জেলা পর্যায়ে যেসকল মেয়াদোত্তীর্ণ কমিটি রয়েছে সেগুলোর সম্মেলন করার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সম্মেলন প্রস্তুতি টিমের সঙ্গে সকল জেলা ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে৷

বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘ঢাকা বিভাগের আওতাধীন জেলাগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে আজ আমরা মতবিনিময় করেছি। সংগঠন কী অবস্থায় আছে, সেগুলো আমরা তাদের কাছে জানতে চেয়েছি। কোথায় আমাদের কি দুর্বলতা আছে এই মতবিনিময়ের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘একটি সম্মেলন যখন হয় তখন আমরা দলকে আরো বেশি সুশৃঙ্খল-সুসংগঠিত করার সুযোগ পায়। ২১তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে দলকে আরো যুগোপযোগী করা হবে। আজকের এই সভা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা থেকে শুরু করে জেলা পর্যন্ত যতগুলো কমিটি মেয়াদোত্তীর্ণ রয়েছে সেগুলোর সম্মেলন করে ফেলার।’

প্রতিটি সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবে জানিয়ে রাজ্জাক বলেন, ‘প্রতিটি জেলার নেতারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা সর্বাত্মক চেষ্টা করবেন সম্মেলনগুলো সফল করা। ঢাকা বিভাগের জন্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে আলাপ করে জেলার নেতারা সম্মেলন দিবেন। এসব সম্মেলনে আমরা যারা সভাপতিমণ্ডলীর সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্য, কার্যনির্বাহী পরিষদের সদস্যসহ কেন্দ্রীয় নেতারা রয়েছি সকলে উপস্থিত থাকবো।’

উল্লেখ্য, ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

সভায় এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর