August 4, 2025, 3:47 am

অপুর সাথে ফিরছেন কুমার শানুও

Reporter Name 158 View
Update : Wednesday, September 25, 2019

বিনোদন ডেস্ক | বুধবার,২৫ সেপ্টেম্বর ২০১৯:
প্রায় এক দশক পর বাংলাদেশের সিনেমায় গান করলেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার ‘বলছে আকাশ মুখ লুকিয়ে’ শিরোনামের গানে পাওয়া যাবে তাকে। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজনে করেছেন কলকাতার শ্রী প্রিতম।

গানটির সঙ্গে পর্দায় দেখা যাবে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। রাজধানীর ৩০০ ফুটের একটি রিসোর্টে দিনভর গানটির শুটিংয়ে অংশ নেনে বাপ্পি ও অপু। এর নাচের কোরিওগ্রাফি করেন মাসুম বাবুল।

এ প্রসঙ্গে বাপ্পি চৌধুরী বলেন, ‘কুমার শানু আমার পছন্দের একজন গায়ক। তার গানের সঙ্গে পারফর্ম করেছি, এটা সত্যি আমার জন্য ভাগ্যের ব্যাপার। রোমান্টিক গানটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

দেবাশীষ বিশ্বাস জানান, এর আগে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার সিকোয়েন্সের শুটিং শেষ হয়েছিল, এবার গানটির মধ্য দিয়ে পুরো শুটিং পর্ব শেষ হলো। এছাড়া সিনেমার ডাবিংও বেশ কিছুদিন আগে শেষ হয়েছে। সেপ্টেম্বরেই এটি জমা দেওয়া হচ্ছে সেন্সর বোর্ডে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- সাদেক বাচ্চু, কাবিলা, হারুন কিসিঞ্জারসহ অনেকে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে এটি নির্মিত হচ্ছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর