October 31, 2025, 8:11 am

চাঁদপুর মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ১

Reporter Name 126 View
Update : Wednesday, September 25, 2019

চাঁদপুর | বুধবার,২৫ সেপ্টেম্বর ২০১৯:
চাঁদপুর বড়স্টেশন মোলহেড মেঘনা নদীর মোহনায় একটি কাঠবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেন সাঁতরে তীরে উঠতে পারলেও নৌকার মাঝি মফিজ মিয়া নিখোঁজ রয়েছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে কাঠবোঝাই নৌকাটি ডুবে যায়।

স্থানীয়রা জানায়, নিখোঁজ মফিজ মিয়া শরীয়তপুর জেলার বালাকান্দি গ্রামের বাসিন্দা এবং আলমগীর হোসেন একই জেলার সখীপুরের দ্বীন ইসলামের ছেলে।

নৌ-পুলিশের এস আই গিয়াস উদ্দিন জানান, নৌকাটি শরীয়তপুর থেকে চাঁদপুরের পুরানবাজারের উদ্দেশে যাচ্ছিল। এ সময় পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মিলনাস্থল চাঁদপুরের মোলহেডের কাছে মেঘনা নদীর ঘূর্ণিতে পড়ে নৌকাটি পানিতে তলিয়ে যায়। নৌকায় থাকা ব্যবসায়ী আলমগীর হোসেন গাছের গুঁড়ি ধরে সাঁতরে তীরে উঠতে পারলেও নৌকার মাঝি মফিজ মিয়া পানির ঘূর্ণিবাঁকে তলিয়ে যায়।

এ ঘটনায় নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর