August 3, 2025, 7:54 am

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি ২ দিন বেড়েছে

Reporter Name 167 View
Update : Wednesday, September 25, 2019

নিজস্ব প্রতিবেদক | বুধবার,২৫ সেপ্টেম্বর ২০১৯:
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুর্গাপূজার ছুটি ২ দিন বাড়ানো হয়েছে। এ বছর প্রাথমিকের একাডেমিক ক্যালেন্ডারে দুর্গাপূজার ছুটি ছিল ৭ থেকে ৯ অক্টোবর। এর সাথে ৫ ও ৬ অক্টোবর ছুটি হিসেবে যোগ করায় এবার মোট ৫ দিন পূজার ছুটি পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাধ্যমিক স্তরের একাডেমিক ক্যালেন্ডারে পূজার ছুটি ৪ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত মোট আট দিন নির্ধারিত আছে। সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ বছর ৮৫ দিন আর প্রাথমিকে ছুটি ৭৫ দিন হওয়ায় ক্ষোভ ছিল প্রাথমিকের শিক্ষকদের। এ কারণে অধিদফতর প্রাথমিক বিদ্যালয়ের পূজার ছুটি বাড়ানোর জন্য সুপারিশ করে মন্ত্রণালয়ে। এরপর ছুটি দু’দিন বাড়ানো হলো।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর