August 29, 2025, 11:54 pm

প্রতিশ্রুতি বাস্তবায়নে অটল থাকুন: বিশ্বনেতাদের শেখ হাসিনা

Reporter Name 130 View
Update : Thursday, September 26, 2019

নিউজ ডেস্ক | বৃহস্পতিবার ,২৬ সেপ্টেম্বর ২০১৯:
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অটল ও দৃঢ় থাকতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে অর্থবহ অংশীদারিত্ব ও সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘টেকসই উন্নয়ন বাস্তবায়নে আমাদের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহায়তা বাড়ানো প্রয়োজন। কার্যকরভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয়করণে বাংলাদেশ সরকার ৪০টি সূচক নির্ধারণ করেছে।’

বুধবার নিউ ইয়র্কের স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সদর দফতরে টেকসই উন্নয়ন বিষয়ক উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামে ‘লিডারস ডায়ালগ অন লোকালাইজিং এসডিজিস’ শীর্ষক সংলাপে প্রধানমন্ত্রী কো-মডারেটরের দায়িত্ব পালনকালে এ আহ্বান জানান।

বিশ্বনেতাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘এসডিজি বাস্তবায়নে আমি সকল বিশ্ব নেতৃবৃন্দের প্রতি অঙ্গীকারে অটুট থাকার অনুরোধ জানাবো। আমি নিশ্চিত, আমরা একত্রে এসডিজির সুবিধাগুলোকে সবচেয়ে প্রান্তিক জনগণের কাছে পৌঁছাতে পারবো। যারা সমাজের বঞ্চিত ও নিচু শ্রেণিতে আছে।’

এসডিজিকে মানুষের প্রয়োজন, আকাঙ্ক্ষা ও অধিকারের বহিঃপ্রকাশ উল্লেখ করে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘এসডিজি স্থানীয়করণ হলো স্থানীয় স্তরে কৌশলগুলো বাস্তবায়ন ও পর্যবেক্ষণের প্রক্রিয়া। যা বিভিন্ন চ্যালেঞ্জ ও সুযোগগুলো প্রতিফলিত করে এবং স্থানীয়করণ লক্ষ্যকে স্থানীয় বাস্তবতা ও আকাঙ্ক্ষায় রূপান্তরিত করে।’

এসডিজি জস্থানীয়করণ কৌশলের ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এসডিজির লক্ষ্যসমূহকে সম্পৃক্ত করেছি। আবার আমাদের ২০২১ সাল থেকে ২০২৫ পর্যন্ত অনুষ্ঠেয় ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনাতেও জুড়ে দিয়েছি।’

এসময় তিনি এসডিজি বাস্তবায়নে সমন্বিত অ্যাকশন প্ল্যান বিষয়ে উদ্ভাবনী পর্যবেক্ষণ কাঠামো এবং অনলাইন এসডিজি ট্র্যাকার চালুর কথাও উল্লেখ করেন।

বেসরকারি খাত ও দায়িত্বশীল সিভিল সোসাইটিকে অন্তর্ভুক্ত করে তাঁর সরকার সম্পদ প্রবাহ ও উদ্ভাবনী অর্থায়নের চেষ্টা করছে বলেও বক্তব্যে জানান প্রধানমন্ত্রী।

‘লিডারস ডায়ালগ অন লোকালাইজিং এসডিজিস’ শীর্ষক সংলাপে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবদুল কালাম আজাদ, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব শহীদুল হক প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর