August 6, 2025, 8:26 am

তুরাগের পঞ্চবটি এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক খাদে আহত ২

Reporter Name 176 View
Update : Friday, September 27, 2019

জাকির সিদ্দিকি,
রাজধানীর তুরাগে পঞ্চবটি এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাক খাদে পরে যাওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পঞ্চবটি এলাকায় এঘটনাটি ঘটে। এঘটনায় আহত হয়েছেন ড্রাইভার মোঃ মোজাম্মেল(৩৫) বছর,এবং হেলপার মোঃ মিজানুর রহমান(২৪)

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, কুড়িগ্রামের রৌমারী থেকে আনোয়ার সিমেন্টের একটি ট্রাক ঢাকা আসার পথে মিরপুর বেড়ীবাধের তুরাগের পঞ্চবটি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা হতে প্রায় ২০ ফিট নীচে খাদে পড়ে যায়। পথচারীরা সংবাদ দিলে উত্তরা ফায়ার স্টেশনের একটি টিম নিয়ে দ্রুত দূর্ঘটনা স্থলে গিয়ে ট্রাকের কেবিনে আটকা পড়া ড্রাইভার এবং হেলপার আহত অবস্থায় উদ্ধার করি। তিনি আরো জানান, ট্রাকটি বিপদজনক অবস্থায় গাছের সাথে জুলে ছিল। অত্যান্ত ঝুঁকি নিয়ে দক্ষতার সাথে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে ট্রাকের কেবিনে থাকা ড্রাইভার এবং হেলপার কে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর