চবি ছাত্র ইউনিয়নের কমিটি গঠনঃ সভাপতি অপু, সাধারণ সম্পাদক নিতু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | শনিবার,২৮ সেপ্টেম্বর ২০১৯:
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন গৌরচাঁদ ঠাকুর অপু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আশরাফী নিতু। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রত্যয় নাফাক।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে বিশ্ববিদ্যালয় সংসদের সদ্য সাবেক সভাপতি ধীষণ প্রদীপ চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অভিজিৎ বড়ুয়া।
কাউন্সিলে বিগত কমিটির সাফল্য-ব্যর্থতার বিস্তারিত মূল্যায়ন করা হয়। অধিবেশনের শেষ পর্যায়ে আলোচনা, পর্যালোচনার মাধ্যমে গণতান্ত্রিকভাবে কমিটি নির্বাচন করা হয়। পরে নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল।
প্রসঙ্গত, ‘পূর্ণাঙ্গ আবাসন-পরিবহন সুবিধা ও গবেষণাবান্ধব মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস চাই’ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার জারুলতলায় ৩১তম সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সরদার রুহিন হোসেন প্রিন্স।