November 16, 2025, 10:30 pm

দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

Reporter Name 231 View
Update : Saturday, September 28, 2019

নিউজ ডেস্ক | শনিবার,২৮ সেপ্টেম্বর ২০১৯:
দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ প্রভিন্সের স্প্রিং শহরের নিকটবর্তী বানোনির অ্যাকটনভিল এলাকায় পারভেজ (৩৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রতিদিনের মত পারভেজ আহমেদ নিজ দোকানে ব্যবসা করছিলেন। সন্ধ্যা ৬টার দিকে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা এসে মাল প্রদানের গ্রিলের ফাঁক দিয়ে গুলি করলে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় এক কাস্টমার নিহতের ভাইকে ফোন দিয়ে জানায় তার ভাইয়ের অবস্থা। নিহত পারভেজের ভাই আমীর হোসেন পাশের আরেকটি স্ট্রীটে ব্যবসা করেন। পারভেজের ভাই এসে গ্রিল কেটে তার ভাইকে মৃত অবস্থায় দেখতে পান।

চলতি বছরের ২৭ মে পারভেজ দক্ষিণ আফ্রিকায় এসেছেন। দেশে ছয় এবং আড়াই বছরের তার দুটি সন্তান রয়েছে। ভাইকে হারিয়ে আমীর হোসেন এখন বিমর্ষ এবং শোকে পাথর হয়ে গেছেন। নিহত পারভেজ আহমদ কুমিল্লার দাউদকান্দি উপজেলার দিঘীরপাড় গ্রামের সৈয়দ আলী বেপারীর পুত্র। নিহত পারভেজ হত্যায় এখনো কোন সঠিক তথ্য জানা যায়নি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর