নতুন রূপে ধরা দিল হাবিব-ন্যানসির ‘ঝরা পাতা’

বিনোদন প্রতিবেদক | শনিবার,২৮ সেপ্টেম্বর ২০১৯: নতুন রূপে ধরা দিল জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির ২০১২ সালের একক অ্যালবাম ‘রং’ এর আলোচিত গান ‘ঝরা পাতা’।
গত ২৬ সেপ্টেম্বর ৭ বছর পর নতুন আবহে গানটি ভিডিও আকারে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। কথা-সুর ঠিক রেখে সংগীত পরিচালক হাবিব নতুন করে পিয়ানো ভার্সনের এই গানটি মুক্তি দেওয়ার পর দর্শক-শ্রোতাদের প্রশংসায় ভাসছে।
এব্যপারে হাবিব গণমাধ্যমকে বলেন, পুরনো গানগুলোকে নতুন করে তৈরির প্রক্রিয়া অনেক দিন ধরেই চলছে। কিন্তু অনেক গানের স্বত্ব আমার কাছে নেই বলে পারছি না। ন্যানসি হাবিবকে ধন্যবাদ জানিয়ে গণমাধ্যমকে জানান বলেন, ২০১২ সাল থেকে এখনও শ্রোতাদের অনুরোধের তালিকায় এই গানটি শুরুর দিকেই থাকে। ২০১৯-এ এসে একসঙ্গে আবারও গাইলাম গানটি। আশা করছি এবার আরও ভালো লাগবে সবার।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর