December 1, 2025, 7:53 pm

পরমাণু অস্ত্র নিরোধ চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর

Reporter Name 136 View
Update : Saturday, September 28, 2019

ডেস্ক রিপোর্ট | শনিবার,২৮ সেপ্টেম্বর ২০১৯: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘ সদরদপ্তরে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ সংক্রান্ত চুক্তি অনুমোদনের দলিল হস্তান্তর করেন— পিআইডি

বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পরমাণু অস্ত্র নিরোধ চুক্তি ‘ট্রিটি অন দ্য প্রহিবিটেশন অব নিউক্লিয়ার ওয়েপনস-২০১৭’-এ স্বাক্ষর করেছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের

এতে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের ফাঁকে শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জাতিসংঘের ট্রিটি সেকশনে স্বাক্ষরিত চুক্তির দলিল জমা দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চুক্তির খসড়া উন্মুক্ত করার প্রথম দিনেই বাংলাদেশ এতে স্বাক্ষর করেছে। ৩২টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে।

বাংলাদেশ পুরোপুরি পরমাণু বোমা নিরস্ত্রীকরণে বিশ্বাস করে এবং ইতোমধ্যেই বিশ্বের অন্যান্য পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর