বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই: তথ্যমন্ত্রী
						নিজস্ব প্রতিবেদক | শনিবার,২৮ সেপ্টেম্বর ২০১৯:
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের ৩০ লাখ মানুষের রক্তলস্রোতের বিনিময়ে আমরা গড়েছি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই।’
শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সনাতন সমাজ সংঘ আয়োজিত ‘শুভ মহালয়া’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সকল ধর্মের মানুষের রক্তে গড়া লাল-সবুজের পতাকা এদেশের অসাম্প্রদায়িকতার প্রতীক। মহালয়ার দিনে এ সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হোক।
তিনি বলেন, ‘এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা যে আন্তঃসম্প্রদায় সম্প্রীতির নজীর স্থাপন করেছি, তা বিশ্বের দেশগুলোর কাছে এক অনন্য উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বাস করে– ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের প্রথম পরিচয়, আমরা বাঙালি, তারপর আমরা কেউ হিন্দু বা মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান।’
‘শুভ মহালয়া’ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আজ মর্ত্যে দুর্গাদেবীর আগমনের ক্ষণে সকল অসুর, অশুভ অপশক্তি পরাজিত হোক, আমাদের সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হোক। সকলে মিলে আমরা এগিয়ে যাই স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে।’
এর আগে ভোরে রাজধানীর বনানী খেলার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনে ‘শুভ মহালয়া’ উদযাপন অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্যমন্ত্রী।


												                                            





										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										