October 27, 2025, 11:52 am

মাসুদ রানার চ্যাম্পিয়ন রাসেল

Reporter Name 181 View
Update : Saturday, September 28, 2019

বিনোদন ডেস্ক | শনিবার,২৮ সেপ্টেম্বর ২০১৯:
আলোচিত রিয়েলিটি শো ‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো: কে হবে মাসুদ রানা?’এর চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বহুল প্রতীক্ষিত এই রিয়েলিটি শোয়ের সিজন ফিনালে ঘোষণা হয়।
এবারের রিয়েলিটি শো’তে চ্যাম্পিয়ন হয়েছে রাসেল রানা।

সব প্রতিযোগী টপকে মাসুদ রানার গ্র্যান্ড ফিনালে ছিলেন শীর্ষ তিন প্রতিযোগী। তারা হলেন–রাসেল রানা, সাজ্জাদ খান এবং জুনায়েদ।

এই তিনজনের মধ্যে সব দিক বিবেচনায় রাসেল রানাকেই ‘মেন’স ফেয়ার অ্যান্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’র জন্য সেরা মনে করেন বিচারকরা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর